Thursday, October 30, 2014

লাশ নিয়ে ---!

লাশ নিয়ে ---!

লাশ নিয়ে শুধু আর রাজনীতি নয়
লাশ নিয়ে বাঁশ দেওয়া কবিতাও হয়।
ধর্মের টুপি আর নামাবলি জয়
যেইভাবে পারো করো থাকবেনা ভয়!
লাশে যতো গন্ধই হোক সবে সয়
মরলেও স্বর্গীয় হয় পরিচয়!
বেচে থাকা জীবনের যতো ত্রুটিময়
গন্ধ ও দ্বন্দ্ব ঢেকে হবে ক্ষয়!
কবরে ও চিতাতে হবে নির্ভয়
দোয়া আর প্রার্থনা যদি সাথে রয়!
পুরোহিত মোল্লারা সবে তাই কয়
করো কাজ ধর্মের আর কিছু নয়!
ভাবি তবে কেনো করি বিদ্যার মেলা
সেখানেতো জমা হয় জ্ঞ্যানীদের চেলা
বই জমে ঢোল বাজে সংস্কৃতি খেলা
নেচে গেয়ে কেটে যায় পড়ে যায় বেলা!
মনের মাধুরী বয়ে ফিরে যাই ঘরে
নিয়ে যাই ভালোলাগা স্মৃতি বুকে করে!
(লন্ডন ১৬ অক্টোবর ২০১৪)

No comments:

Post a Comment