Friday, July 11, 2014

আঙরার আগুন

আঙরার আগুন

ভ্রান্তি বিলাসে তোমাদের ধুমায়িত সন্ধ্যা
আমি বরং ঘুমিয়ে থাকি
তোমরা সুখে রও।
হৃদয় পচা গন্ধের উৎপাতে
অপদস্ত আমার স্বতন্ত্র নিবাস
আরক্তিম চোখের বিষাক্ত ছোবলে
আহত ভঙ্গুর পথ।
জলে স্থলে জন্তু জানোয়ারের সুখ কাড়াকাড়ি
খিলবন্ধ্ বোধি সত্ত্বায় চিল শকুনের আনাগোনা
আর্শ্চয এক ধোঁয়ার গোলক ধাঁধাঁ মানুষ।
তোমাদের শৈল্পিক উঠনে
কোকিল মুখোশের আলোকচিত্র প্রদর্শনী
মেঘের স্পর্শে জ্বলে উঠে
কামাসিক্ত পঙ্গপাল শরীর।
জ্বলন্ত আঙরা দগ্ধ হতে হতে
যদি ঘুম ভাঙ্গে কোন দিন
তোমাদের গ্রাস করবে নিখাদ মৃত্যু ক্ষুধা।

No comments:

Post a Comment