Friday, July 11, 2014

নস্টালজিয়া...

 শহর থেকে একটু দুরে লাক্কাতুরা মালনীছড়ার টিলা
সেই টিলাতে হারিয়ে যেতাম,রোজ বিকেলে আমি এবং নীলা।
নুড়িপাথর পা’য় মাড়িয়ে,সরু পথে একটু গিয়ে বামে
আমরা দুজন হারিয়ে যেতাম,রোজ বিকেলে লুকোচুরির নামে।
শিরিষ গাছের চিরল পাতায় শেষ বিকেলে সূয্যের্র আলো পড়ে
সবুজ বনে অবুঝ মনে ভালোলাগার সুবাস দিতো ভরে।
খেলার ছলে দুজন মিলে বন জঙ্গলে হারিয়ে গেলে রোজ
মা ভাইয়েরা বকতো ভীষন, সন্ধ্যা হলে করতো সবে খোঁজ।
বুঁনো ফুলের গন্ধ ভরা,বাঁধন ছাড়া সেদিন গুলো কই?
অট্রালিকার ভীড়ে এখন,সে সব মনে পড়লে অবাক হই।
উথাল পাথাল ছন্দ মাতাল হারিয়ে যাওয়া সেই কিশোরীর মন
আমায় ডাকে হাত ইশারায় সকাল দুপুর সন্ধ্যা সারাক্ষন
নীলা নামের সেই কিশোরীর আজ জানিনা কোন সুদুরে বাস
কিন্ত তাকে পড়লে মনে, আমার উঠে উথলা নিঃশ্বাস...।

No comments:

Post a Comment