Friday, July 11, 2014

দায়........

দায়........

সত্যির সাথে মিথ্যের বিয়েটা আমিই দিয়েছিলাম
কখন,কেন,কিভাবে জানতে চেওনা
অজান্তেই মানুষ তার জানা জানা অনুভূতিগুলো খুব সহজেই ভুলে যায়
ভুলে যায় সম্ভাবনার সমন্নুত হাওয়া
ধূলোহীন স্বাভাবিক চাওয়া
ক্রমান্বয়ে অনেক কিছু পাওয়া ।
আবেগী স্নানে প্রেমিকের ঠোঁটে সিগারেটও তখন বেশ মানায়
জন্মদাতার ভাবাভাবিকে ডাস্টবিনে ফেলে
রহস্যময়ী ভালোবাসার পাজল মেলাতে
দিব্যি মাতে বর্তমান
মাদকহীন কোন এক মাদকতার টানে ।
তারপর সে এক লাল নীল শুরু
আলোহীন সময় বড় বেমানান মনে হয়
প্রশান্তির উঠোনে বুনে রাখা সাফল্যের বীজ
একেকদিন জন্ম দেয়
একেকটি বিকৃত ক্যাকটাস ।
ওরা আষ্টেপিষ্টে চেটে খায় মন
লাবণ্যময়ী বয়স,টুকরো টুকরো ভলোবাসা
এভাবেই কাটে দিন কেটে যায় কাটাতে হয় ।
তবুও হঠাৎ রাতে ভেঙে গেলে সবগুলো ঘুম
সাদাকালো কিছু মুখের কথা মনে পড়ে
পুকুরঘাটের পোয়াতি ঢেউয়ের কথা মনে পড়ে
লুকিয়ে খাওয়া একমুঠো আচারের কথা মনে পড়ে
হেরিকেনের তাপে অকারনেই ঝলসে দেয়া কলমের কথা মনে পড়ে
মেয়াদ উত্তীর্ন কিছু স্বপ্নের কথা মনে পড়ে
বইয়ের শেষপাতায় লিখে রাখা কবিতার কথা মনে পড়ে ।
সত্যিমিথ্যার বিয়েটা যেদিন ভাঙবে
সেদিন প্রজাপতিরা রঙ বদলাবে
চিরচেনা হতদরিদ্র বৃক্ষটি
সবুজ শাড়িতে নিজের লজ্জা লুকোবে
মেঘেরা অবধারিত অবরোধ তুলে
আদর ঝরাবে সবখান জুড়ে
আর স্বার্থপরেরা আবার নাকি মানুষ হবে ।
সেদিন হয়তো আমিও মুক্তি পাবো
মুক্তি পাবো অসংখ্য কুড়িঁ হত্যার দায় থেকে
অবলিলায় ছুড়ে দেয়া অবমাননার দায় থেকে
সজ্ঞানে ছিঁড়ে ফেলা চকচকে কিছু ভবিতব্যের দায় থেকে ।

No comments:

Post a Comment