Friday, July 11, 2014

কবিতাপাড়ার মেয়ে


কবিতাপাড়ার মেয়ে

সমুদ্রকে সাক্ষী রেখে একদিন আমরা
দুজন বদল করেছি ছায়া;-- ছায়া নিয়ে কে যায় পাহাড়ে?
আমাদের সঙ্গে হাঁটে উলুময়  অরণ্যসন্ন্যাস :
বাতাসে নিঃস্বাস ফেলে নদী একা কেন যে ঘুমায়?
নদীর চোখের নিচে সূর্য এসে শিশুর আনন্দে

উলঙ্গ পরীর মতো কুড়িয়েছে আমাদের ছায়া
আমরা পাহাড় ছেড়ে নেমে আসি নিশ্চেতন দ্বীপে--
আমি  রৌদ্র কুড়িয়েছি; তুমি কেন কুয়াশা কুড়োলে?
কুয়াশা দখল করে আমাদের যৌথ ছায়ামুখ;
অদূরে লণ্ঠন জ্বেলে জেগে আছে অভিন্ন হৃদয়;
পউষের হিমাগারে পড়ে আছে কবি ও কবিতা;
কে এসে আমার বুকে তুলে দেবে শ্রাবণের মেঘ?
সমুদ্র পাহাড়ে উঠে বসে আছে তোমার ছায়ায়--

কতটা নিঃসঙ্গ হলে তাকে তুমি ফেরৎ পাঠাবে?

No comments:

Post a Comment